1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

রামুতে র‍্যাব পরিচয়ে প্রতারণা : গ্রেফতার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত

রামু প্রতিনিধি:-
মোহাম্মদ আলম

কক্সবাজারের রামুতে আইনশৃঙ্খলা বাহিনী (র‍্যাব) পরিচয়ে প্রতারণার সময় ভূয়া দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান উত্তর পাহাড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, জিনাঈদ জেলার শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামের মো. জাহাঙ্গীর মোল্যার পুত্র মো. সোহান মোল্যা (২৬) ও অপরজন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট গ্রামের আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি (৩৪) ।

ভুক্তভোগী মিনি পিকআপ চালক মো. রিদুয়ান জানান, বাড়ি যাওয়ার পথে ওই দু’জন যুবক র‍্যাব পরিচয় দিয়ে প্রতারণা ও আটকের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১লাখ টাকা দাবি করে। এসময় তাকে তল্লাশি করে সাথে থাকা কিস্তির নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপরে আরো ৫০ হাজার টাকা দিলে আমাকে ছেড়ে দিবে বলে ভয় দেখালে আমি স্থানীয়দের খবর দিলে ভূয়া ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ ফরিদ বলেন, স্থানীয়দের সহায়তায় আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়। সেই সত্যতা জানতে রামু সেনানিবাসে নিয়ে গেলে নিশ্চিত হয় তারা ভূয়া । এনিয়ে ভূয়া দুইজনের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park