ধর্মঘর সাউথ কাশিম নগর উচ্চ বিদ্যালয় মাঠে নাবা বহুমূখী এগ্রোফার্ম কর্তৃক আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটি আজ বিকাল তিন ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এম,পি। সভাপতিত্ব করেন মিজবাহুল বর পলাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ১নং ধর্মঘর ইউপি শাখা।
খেলায় প্রতিযোগীতা করেন খাটিংগা নব জাগরন ক্রিয়া সংস্থা, বিজয় নগর বনাম তায়েব স্পোর্টিং ক্লাব তুলশীপুর, মাধবপুর।
খেলায় ৩-০ গোলে তায়েব স্পোর্টিং ক্লাব তুলশীপুর জয় লাভ করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।