মো:বাহার উদ্দিন
দিঘীনালা উপজেলা প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি বীজ ও রাসায়নিক সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৩১ অক্টোবর (বৃহঃস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রশীদ এ কৃষি উপকরন বিতরন করেন।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রশীদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ৮ প্রকার সবজি ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। এসময় তিনি আরো জানান, উপজেলায় তামাক চাষী নিরুৎসাহী করতে হবে। যারা তামাক ছেড়ে শাকসবজি ও ফলজ চাষ করবে তাদের জন্য বাড়তি কৃষি সহায়তা প্রদান করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৪ – ২০২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচি আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। প্রর্যায়ক্রমে আরো কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হবে। বৈষম্যহীন ভাবে কৃষি তালিকা করে কৃষি উপকরন বিতরন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান