ডেস্ক রিপোর্টঃ-
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন
এর আয়োজনে জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে এইচ আই ভি টিকা প্রদান উপলক্ষে দশটি উঠান বৈঠকে তিন’শ জন উপকার ভোগীকে প্রশিক্ষন প্রদান করা হয়। মঙ্গলবার বেলা দশটায় উপজেলার ফলসী ইউনিয়নের সড়াতলা মধ্যপাড়ায় এক উঠান বৈঠকে ট্রেইনার তুহিনা জাহান ১০-১৪ বছর বয়সী ৩০ জন মেয়েকে এইচ আই ভি টিকাদানের গুরুত্ব বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ইসলামিক ফাউণ্ডেশনের ঝিনাইদহ জেলা উপপরিচালক রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি। উঠান বৈঠকে এইচ আই ভি টিকার উপকারিতাসহ প্রাসাঙ্গিক বিষয়ে আলোকপাত করা হয়।