ডেক্স রিপোর্টঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার ০৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধাদুয়া গ্রামস্থ মোঃ আমজাদ হোসেন গাজীর পুত্র মোঃ রবিউল গাজী (২১) নামে এক যুবককে গভীররাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বাদী ও মামলা সূত্রে জানা যায়, গত ১১.০৮.২৩ ইং তারিখ রোজ শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যায় গুরুতর আহত রবিউল গাজী খাওয়ার পর রীতিমতো ঘরের দরজা বন্ধ করে রাত আনুঃ ১১টায় ঘুমিয়ে পড়ে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গভীররাতে কৌশলে ঘরের দরজা খুলে তার ওপর অতর্কিত হামলা চালায়। আহত রবিউল গাজী দুর্বৃত্তদেরকে চিনতে পারায় তার চোখে সজোরে আঘাত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে কোন উপায় না পেয়ে দুর্বৃত্তরা তার মাথায় দা দিয়ে সজোরে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এবং তার আত্বচিৎকারে বাড়ী ও আশপাশের লোকজন ছুটে আসতে দেখে দুর্বৃত্তরা ধরা খাওয়ার ভয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত রবিউল গাজীকে পরিবার ও এলাকাবাসীরা দ্রুত উদ্ধার করে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর উদ্দেশ্য নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে (খুমেক) হাসপাতালে দ্রুত ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন। বর্তমানে আহত রবিউল গাজী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার চিকিৎসার খরচ বহন করতে তার পরিবারের সদস্যরা বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে হাত পেতে বেড়াচ্ছেন। তারা মনে করেন জমি সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে তাদের প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে বলে তাদের বিরুদ্ধে আহত মোঃ রবিউল গাজীর বড় ভাই মোঃ আলম গাজী (৩৫) গত ১৬/০৮/২৩ ইং তারিখে বাদী হয়ে অত্র এলাকায় প্রতিপক্ষ/আসামি তিন জন-মোঃ দাউদ শেখের পুত্র (১) মোঃ রবিউল শেখ (২২), মোঃ তাবু শেখের পুত্র ও ৩ নং আসামি দাউদ শেখের জামাই (২) মোঃ শফিকুল শেখ (৩৪) এবং মৃত সৈয়দ শেখের পুত্র (৩) মোঃ দাউদ শেখ (৪৫) দ্বয়কে বাদী করে বটিয়াঘাটা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২। উক্ত জখমের ঘটনায় এই এলাকার মানুষের মধ্যে চরম ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী ও এলাকাবাসীরা এই ভয়ংকর সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।