মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা’ উদযাপিত হয়েছে। এ উৎসবে গারোরা তাদের প্রধান আরাধ্য দেবতা মিসি সাংলজনের উদ্দেশে নতুন ফসল উৎসর্গ করেন।
প্রতি বছর নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বরের শুরুর দিকে উপজেলার ফুলছড়া গারো লাইনে আয়োজন করা হয় ‘ওয়ানগালা’ উৎসবের। যেখানে অংশ নেন শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গারো সম্প্রদায়ের হাজারো মানুষ।
তারা তাদের ঐতিহ্যবাহী নানা রঙের নিজস্ব পোশাকে উৎসবে হাজির হন। এ সময় নতুন ফসল ঘরে তোলার বিভিন্ন অনুসঙ্গসহ নৃত্য-গীতের মধ্যে দিয়ে শিল্পীরা উপস্থাপন করেন তাদের নিজস্ব সংস্কৃতি। অনেকে সুপারী, ধান, নারিকেল, পেঁপে, কচুসহ বিভিন্ন ফসলাদি দেবতার উদ্দেশে উৎসর্গ করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান