মো: রইচ উদ্দিন,
শাহজাদপুর, উপজেলা প্রতিনিধি
শাহজাদপুর উপজেলায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এই দন্ডাদেশ প্রদান করেন।
অভিযুক্তরা হলেন:
১। মোঃ শামিম ফকির (পিতা: মৃত তোফাজ্জল ফকির), গ্রাম: পুকুরপাড়।
২। মোঃ মহিদুল ইসলাম (পিতা: মৃত আনোয়ার হোসেন), গ্রাম: দারিয়াপুর।
৩। মোঃ মারুফ হোসেন (পিতা: ফিরোজ সরকার), গ্রাম: শেরখালি।
তাদের বিরুদ্ধে হেরোইন সেবনের অভিযোগ আনা হয়, যা প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান