1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

১৪ নভেম্বর রাস উৎসব শুরু, সনাতনী ছাড়া প্রবেশ নয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩১ বার পঠিত

আব্দুল্লাহ আল নোমান
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ-

আগামী ১৪ নভেম্বর থেকে দুবলারচরের আলোরকোলে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের শেষ হবে ১৬ নভেম্বর পূণ্যার্থীদের সমুদ্র স্নানের মধ্য দিয়ে। উৎসবকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। সিদ্ধান্ত হয়েছে, এবারও উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই প্রবেশ করতে পারবেন।
দুবলা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগর তীরে শতবর্ষ ধরে এই উৎসব চলে আসছে। উৎসব উপলক্ষে পূজা-অর্চনার জন্য আলোরকোলে অস্থায়ীভাবে মন্দির নির্মাণ করে সেখানে রাধাকৃষ্ণের প্রতিমা স্থাপন করা হবে। উৎসব উপলক্ষে চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনাসহ দেশ-বিদেশের কয়েক হাজার সনাতন ধর্মের পূণ্যার্থী দুবলার আলোরকোলে সমবেত হবেন।
এদিকে বনবিভাগ সূত্র জানিয়েছে, রাস উৎসব নির্বিঘ্নে সফল করতে গত ১৭ অক্টোবর সুন্দরবন পশ্চিম বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আন্তঃবিভাগীয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো।
সূত্রটি জানায়, সভায় দুবলারচরে যাওয়ার জন্য সুন্দরবনের মধ্যে দিয়ে নির্ধারিত পাঁচটি রুট নির্ধারণ করে দেওয়াসহ পূণ্যার্থীদের বনবিভাগ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, দুবলারচরের রাস উৎসবে সনাতন ধর্মের লোকজন ছাড়া অন্য কাউকে যাওয়ার অনুমতিপত্র দেওয়া হবেনা। ১৪ অক্টোবর সকাল থেকে রাস উৎসবে যোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্টেশন অফিস থেকে পূণ্যার্থীদের অনুমতিপত্র (পাস) দেওয়া হবে। আসা-যাওয়ার সময় কেউ যাতে সুন্দরবনে বণ্যপ্রাণী শিকার করতে না পারে সে জন্য বনরক্ষীরা নিয়মিত টহল থাকবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park