1. admin@dhakapost71.com : admin :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির ফলাফল প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পঠিত

চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান

শিক্ষাবোর্ডসহ দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী। অন্যবারের মতো এবার ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। অর্থাৎ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা ফল ঘোষণা করেছেন না বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেন। ফলাফল দেয়ার পাশাপাশি আন্তঃশিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যানও দেয়া হয়েছে এছাড়া সকল বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফলও একযোগে সকাল ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হয়েছে এবারও শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যেকোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাচ্ছে। সূত্রে জানা যায়, আগের সিদ্ধান্ত অনুযায়ী মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) হচ্ছে। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হয়েছে। জানা যায়, এবারের এইচএসসিতে সারা দেশে অংশ নিয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। অন্যদিকে, আলিম পরীক্ষায় অংশ নেয় মোট ৮৮ হাজার ৭৬ জন। এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৮ হাজার ৩৩২ জন এবং ছাত্রী ৫৭ হাজার ৬৯৮ জন। গতবারের তুলনায় এবার বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা দুই বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। তবে পরীক্ষার্থী কম ছিল মানবিক বিভাগে। এবারে বিজ্ঞান বিভাগ ২৩ হাজার ৫৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৬ হাজার ২২৫ জন আর মানবিক থেকে ৪৬ হাজার ২৭৩ জন পরীক্ষায় অংশ নেয়। চলতি বছর ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সাতটি পরীক্ষা হওয়ার পর কোটা আন্দোলন শুরু হয়। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয় ও ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। ছাত্র- জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। পরে সিদ্ধান্ত হয় যে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়। যেভাবে জানা যাবে ফল: বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.edরে ফল জানতে পারবেন। ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও তা জানা যাবে। এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park