কুমিল্লা প্রতিনিধি মো: অলি উল্লাহ : আন নূর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হেফজুল কোরআন প্রতিযোগিতা। কুমিল্লা জেলার মুরাদনগর থানার ১৭ নংজাহাপুর ইউনিয়নের, জাহাপুর এবতেদাই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা মোস্তফা দামাত বারাকাতুহুমুল আলিয়া, সিনিয়র সহ-সভাপতি বেফাকুল মাদ্রাসাতুল আরাবিয়া বাংলাদেশ। আমন্ত্রিত মেহমান, মাওলানা মুফতি আখতার হোসাইন, হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন রাহাত দামাত বারাকাতুম আলিয়া, মাওলানা গিয়াস উদ্দিন, এম এ ফার্স্ট ক্লাস প্রমূখ। সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলম সরকার,সহ সভাপতি আলহাজ্ব অধ্যাপক আক্তার হোসেন। প্রধান বিচারক হিসেবে হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন, হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন, হাফেজ ক্বারী সাইদুর রহমান প্রমুখ। হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যে সকল মাদ্রাসা, সোনাউল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, ইউসুফ নগর হাফিজিয়া মাদ্রাসা, করিমপুর মাদ্রাস হাফিজিয়া মাদ্রাসা,, জাহাপুর রাবিয়া বসরী হাফিজিয়া মাদ্রাসা, বারিয়াবসরি হাফিজিয়া মাদ্রাসা, সুবিলার চর হাফিজিয়া মাদ্রাসা, ও জাহাপুর হাফিজিয়া মাদ্রাসা ইত্যাদি। কয়েকটি স্তরে প্রতিযোগিতা বিন্যস্ত করা হয়। পাঁচ পাড়া থেকে পরীক্ষা নেওয়া হয়।দশ পাড়ার মধ্যে পরীক্ষা নেওয়া হয়। এবং ১৫ পাড়ার মধ্যে পরীক্ষা নেওয়া হয়। এইভাবে পরীক্ষার স্তর নির্ণয় করা হয়। প্রত্যেক বিভাগেই ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার ঘোষণা করা হয়।