ডেক্স রিপোর্ট:--
নোয়াখালী হাতিয়া উপজেলা চরআতাউর সংলগ্ন এলাকায় একটি ছোট যাত্রীবাহি পারাপারের বোট ২৫ জন লোক নিয়ে কোরালিয়ার উদ্দেশ্য রওয়ানা করে পরবর্তীতে নদীর মাঝখানে আসলে বোটটি ঢেউ এর ধাক্কায় ডুবে যায় এসময় বোটে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন পাশে থাকা অন্য বোটের সহায়তায় উদ্ধার হলে ও ১ জন কে খুঁজে পাওয়া পাই নায় ।
নিখোঁজ ব্যাক্তি তমরউদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে মো শাহজাহান (৪০)
হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয় জানতে পেরে স্টেশন হাতিয়া কোস্টগার্ড ঘটনা স্থলে গিয়ে তল্লাশি শুরু করে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান