আকতার হোসেন
স্টাফ রিপোর্টার
সাভারে ক্রস ফায়ারের নামে সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । গত মঙ্গলবার ( ১ লা অক্টোবর ) সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডের ঢাকা - আরিচা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত নয়নের পরিবারের সদস্য ছাড়াও তার বন্ধু - বান্ধব, আত্মীয় -স্বজনসহ সাভারের সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন । মানববন্ধনে অংশগ্রহণকারী লোকজন বলেন ক্রস ফায়ারের নামে নয়নকে হত্যা করা হয়েছে । উল্লেখ ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) মোহাম্মদ পুরের বাসা থেকে নয়নকে আটক করেন সাভার মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস, এ এস আই আহসান হাবীব ও কনস্টেবল মামুনসহ কয়েকজন পুলিশ সদস্য ।এ দিন সাভার মডেল থানায় নয়নের মা রোকেয়াসহ আরও অনেকে রাত ৯ টায় থানা থেকে নয়নকে চোখ বেধে পুলিশের গাড়িতে তুলে নিতে দেখেছেন ।পরের দিন শনিবার ( ১ লা অক্টোবর ) তার লাশ বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারীর সামনে গুলিবিদ্ধ অবস্থায় ফেলে রাখা হয়। পুলিশ প্রচার করেন নয়ন ডাকাত, মাদক ব্যবসায়ী তাদের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে । তাদের পরিবারের দাবী নয়ন মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত ছিলেন না। সে তখন সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার নামে প্রায় দুই ডজন রাজনৈতিক নাশকতার মামলা দেওয়া হয় । পুলিশের ভয়ে সে স্ত্রী সন্তান নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করতেন । মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন ঐ সময়ের ঢাকা - ১৯ ( সাভার - আশুলিয়া ) এর সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে পাঁচজনকে ক্রস ফায়ারে দেওয়ার কথা স্বীকার করেন। এতে প্রমাণিত হয় তিনিই শাহ আলম নয়নকে পুলিশ দিয়ে হত্যা করিয়েছেন। নয়নকে হত্যায় সাভার মডেল থানার ততকালীন ওসি এস এম কামরুজ্জামান, ওসি তদন্ত মাহফুজুর রহমান, সার্কেল এএসপি মাহবুবুর সহ আরও অনেকে জড়িত । তারা দ্রুত এ বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিচার দাবী করেন ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান