আকতার হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
"মাদককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাভারে "রাজাশন নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ শে নভেম্বর) সন্ধ্যায় সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ড (রাজাশন) এর হাজী জয়নাল আবেদীন এর বাড়ির সামনে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল। প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম রাসেল বলেন ' সুস্থ মনমানসিকতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। আমি ০৮ নং ওয়ার্ড ( রাজাশন ) কে খেলাধুলার মাধ্যমে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে খেলাধুলার মাধ্যমে সারা দেশের মানুষ এই ০৮ নং ওয়ার্ড ( রাজাশন ) কে চিনবে। যুবসমাজ সব সময় খেলাধুলার ভিতরে থাকবে এই কামনা করি এবং খেলাধুলা সহ যে কোন ভালো কাজে আমি তোমাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আগামী সাভার পৌরসভার নির্বাচনে ০৮ নং ওয়ার্ড ( রাজাশন ) থেকে আমি সকলের দোয়া ও সমর্থন চাই'। আশাকরি আপনারা আমার পাশে থাকবেন। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাইতুস সুজুত হাসেন আলী জামে মসজিদ এর মোত্তয়ালি হাজী জয়নাল আবেদীন, ক্রীড়া অনুরাগী মোঃ আজিজুল ইসলাম, মোঃ দুদু মিয়া, মোঃ শাহিন, হিমেল আহমেদসহ আরও অনেকে । উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন অরিন একাদশ ও খনিজ নগর একাদশ। খেলায় খনিজ নগর একাদশ জয়লাভ করে। আশি( ৮০ ) রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মোঃ নাজমুল।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান