ইমাম হোসেন হৃদয় (পটুয়াখালী)
পটুয়াখালী -৪ (কলাপাড়া -রাংগাবালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার (৭৬) রবিবার দুপুর ২ টার দিকে অসুস্থতাজনিত কারনে ঢাকার শ্যামলী স্পেশালাইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এক সময় কলাপাড়া রাঙ্গাবালীর জনও প্রিয় নেতা ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ ছিলেন তিনি এ আসন থেকে বার ‘বার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে কলাপাড়ারা রাঙ্গাবালীতে শোকের ছায়া নেমে আসে।তার প্রথম জানাযা নামাজ
আজ বাদ এশা মিরপুর-১২ DOHS কেন্দ্রীয়ও মসজিদে।
২. আগামিকাল বাদ জহর কলাপারার কেন্দ্রীয় বড় মাসজিদে এবং বাদ আসর তার নিজ গ্রামের বারিতে জানাজা হবে।