মোঃ আবু তাহের, স্টাফ রিপোর্টার
আজ ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ মানিকগঞ্জ জেলায় উদযাপিত হয় “শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪”। দিবসটি উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযথ মর্জাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদের বাংলাদেশ চত্তরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী বেদীতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। প্রথমে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন পুষ্প মাল্য অর্পণ করেন। পরে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহিনুল ইসলাম থানার পক্ষ থেকে ,
ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমান্ড আ খ ম নুরুল ইসলাম ,সাটুরিয়া অফিসার্স ক্লাব ও, সাটুরিয়া প্রেসক্লাবসহ উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এসময় পুষ্প মাল্য অর্পণ করে। পরে দিবসটির তাৎপর্য নিয়ে সাটুরিয়া উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নুরুল ইসলাম, সাটুরিয়া থানা অফিস ইনচার্জ ( ওসি) শাহিনুল সহ আরও অনেকে।