মোঃ আবু তাহের স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সাটুরিয়ায় শেখরী নগর গ্রামে একটি লেয়ার মুরগির খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে খামারে থাকা এক মাস বয়সী দুই হাজার লেয়ার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের শেখরী নগর গ্রামের এরশাদ আলীর মুরগির খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,এরশাদ আলী কর্মচারী পোল্টি ফার্মে আগুনের শিখা দেখতে পেয়ে চিৎকার করেন,তার চিৎকারের শব্দ শুনে আশেপাশের স্থানীয় এলাকাবাসী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।ততক্ষণে খামারে থাকা দুই হাজার মুরগি সহ খামারটি পুড়ে আঙ্গার হয়ে যায়।
ফার্মের মালিক এরশাদ আলী বলেন ফার্মে আগুনের শিখা দেখার সাথে সাথে তিনি দৌড়ে আসেন এবং স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।কিন্তু ততক্ষণে মুরগির খামারটি সহ খামারে থাকা দুই হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে ।এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
সাটুরিয়া ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ মজিবর রহমান বলেন,আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।তিনি আরো বলেন আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লেগেছে।