মোঃ আবু তাহের স্টাফ রিপোর্টার , ১৬ ডিসেম্বর.
মানিকগঞ্জের সাটুরিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সোমবার সকাল ৭ টায় উপজেলা পরিষদের অবস্থিত বাংলাদেশ চত্তরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনসহ উপজেলার সর্বস্তরের মানুষ।
উপজেলা মুক্তিযোদ্ধা, আনসার ভিডিপি, সাটুরিয়া থানা,সাটুরিয়া ফায়ার সার্ভিস, সাটুরিয়া প্রেসক্লাব বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ চত্তরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশারের নের্তৃত্বে বিএনপি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সাটুরিয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিএনপির অংগ সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন
এর পরে বিভিন্ন সংগঠন ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯ টায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বিকালে প্রিতী ফুটবল ও ক্রীকেট ম্যাচের আয়োজনও রয়েছে।