মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
পূ্র্বধলা উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম ইসলাম রনি, পূ্র্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া।
পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যমান আইনে সর্বোচ্চ আদালত কর্তৃক ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান নেওয়ায় গত ১৮ আগষ্ট উপজেলা ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে শোকজ পত্র দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, কেন বাংলাদেশ ছাত্রলীগ পূ্র্বধলা উপজেলা শাখা থেকে তাদের অব্যাহতি দেওয়া হবে না সে মোতাবেক আগামী তিন কার্যদিবসের মধ্যে বক্তব্য প্রদানের জন্য বলা হয়। বাংলাদেশ ছাত্রলীগ পূ্র্বধলা উপজেলা শাখার এক জরুরি আলোচনা সভা হয়। সেখান থেকে সর্বসম্মতিক্রমে এই দুই নেতাকে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করা হয়।
সম্প্রতি এসব নেতা-কর্মী সাঈদীর পক্ষে নানা ধরনের মন্তব্য নিজেদের ফেসবুকে পোস্ট করেন। এটি সংগঠন বিরোধী, দলীয় শৃঙ্খলার পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন অভিযোগ থাকার কারণে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া গত ২৩ আগষ্ট বাংলাদেশ ছাত্রলীগ পূ্র্বধলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে থাকা আকাশ আহাম্মেদকে অনুরূপভাবে শোকজপত্র প্রদান করে এবং আগামী তিন কার্য দিবসের মধ্যে এর বিষয়ে বক্তব্য প্রদান করার জন্য বলা হয়।