আসমা আক্তার- (ঘোষবাগ পাঃ বিঃ শিক্ষিকা)
স্বাধীনতার পরশ সবার থাকে না
যাদের স্বাধীননতা আছে তারাও বাঁচে,ওরাও বাঁচে যারা স্বাধীন না
স্বাধীনতা মানেনা এলোপাতাড়ি নয় ছয়পাঁচে। স্বাধীনতা কোনো ধস্তাধস্তি মানে না,মানে না কোনো অসংগতি পাঁচে, মানে না
অনাদিকালের বিষন্নতা ধাচে,
স্বাধীনতা বিরক্তির বেতমিজ মানে না,চায় সকল অন্যায় অবিচার বিগলিতে চায় স্বচ্ছ
জয়ডঙ্কা পুঁচকে ভালো বাসা,
দিগন্ত বিস্তৃত অপরিমেয় মোহকর মিতালিতে নয় ফিকে
ভালোবাসা,দুশ্চিন্তা আসা যায় পরশে পায়ের শিকল ভাঙ্গতে,
অনিন্দ্য সুন্দর আতিথেয়তায়
বইকি পাতায় বাসা।।