বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
গত ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ, রাত অনুমান ১০:০০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন ০৫নং কালাপুর ইউপির অন্তর্গত মাজদিহি গ্রামের মহসিন মিয়ার বসত ঘরে আসামী ১. শিপন মিয়া (২২), পিতা-ফুরকান মিয়া, সাং-নয়নশ্রী; বর্তমানে সাং-মাজদিহি, ০৫নং কালাপুর ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার ভিকটিম (১৪)‘কে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। উক্ত ধর্ষণের ঘটনায় আসামী ২. মহসিন মিয়া (৩৫), পিতা-কুটি মিয়া, সাং-মাজদিহি, উভয় ০৫নং কালাপুর ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার আসামী শিপন মিয়াকে সহায়তা করে। ধর্ষণের ঘটনা সংক্রান্তে ভিকটিমের মাতা বাদী হইয়া থানায় মামলা দায়ের করিলে অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা, জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী শিপন মিয়া ও মহসিন মিয়া‘দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।