বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ২৫শে নভেম্বর রোজঃ-সোমবার ২০২৪ইং তারিখে শ্রীমঙ্গল থানার এএসআই/মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ উত্তরসুর সাকিনে অভিযান পরিচালনা করিয়া জিআর ১৯৪/২২(শ্রীঃ) এর ০১ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী ১। নিতাই মালাকার, পিতা-ননী মালাকার, সাং-দক্ষিণ উত্তরসুর (শাহজীবাজার), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।