1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বিনা লাভে পন্য বিক্রি

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ৩রা নভেম্বর রোজঃ-রবিবার
বাজার সিন্ডিকেট ভাঙতে সঠিক ওজনে ও বিনা লাভে নিত্যপন্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে শ্রীমঙ্গলে পন্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
রবিবার ৩ নভেম্বর বেলা ১১ টায় শহরের নতুন বাজার এলাকার লেমন ফ্রেশ মিটে এই কার্যক্রম শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মধু।
লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো. শাহীন সুলতান বলেন, লেমন ফ্রেশ মিট লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর ছোট ভাই মো. সেলিম মিয়ার মালিকানাধীন এই প্রতিষ্ঠানের মাধ্যমে মহসিন মিয়ার উদ্যেগে বাজার সিন্ডিকেট ভাঙ্গতে বিনা লাভে সাধারণ ভোক্তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে । এ উপলক্ষ্যে উপজেলা জুড়ে মাইকিং করে খামারের মূল্যে মুরগি ও ডিম বিক্রির প্রচারণা চালানো হয়েছে। যতদিন পর্যন্ত মুরগি ও ডিম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে শাহীন সুলতান জানান।
সাধারণ ক্রেতা চা শ্রমিক মিলন কৈরী বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ, বেশি দামে মুরগি ও ডিম কিনে খাওয়া আমাদের সাধ্যের বাহিরে। মহসিন মিয়া বিনা লাভে মুরগি ও ডিম বিক্রির উদ্যোগের ফলে আমরা গরিব মানুষরা সঠিক ওজনে কম দামে মুরগি ও ডিম খেতে পারব। মহসিন মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ কার্যক্রম অব্যাহত রাখা দরকার বলে জানান তিনি’।
রিকশা চালক হাবিব মিয়া বলেন, ‘বিনা লাভে মুরগির ডিম ও বিক্রির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা অন্যান্য দোকান থেকে যখন মুরগি কিনি তখন অনেকেই দাম বেশি রাখেন আবার ওজনেও কম দেন। কম দামে এবং সঠিক ওজনে মুরগি বিক্রি করার ফলে আমরা গরিব মানুষরা উপকৃত হব’।
মহসিন মিয়া মধু বলেন, আমার ছোট ভাই সেলিম তার প্রতিষ্ঠান থেকে প্রতিমাসে লক্ষাধিক মুরগি বাজারজাত করেন। খোঁজ নিয়ে যখন দেখলাম বাজারে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা নিয়ে নিত্য পণ্য বিক্রি করছেন। সেই সিন্ডিকেট ভাঙ্গতে এবং বিনা লাভে সঠিক ওজনে সাধারণ মানুষের মাঝে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, দু-একদিনের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য পন্য সামগ্রী পাইকারি মূল্যে কিনে বিনা লাভে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, মোবারক হোসেন, আব্দুর রহমান খান পাশা, ভুট্টো মিয়া, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেনসহ স্কুল কলেজের ছাত্র, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park