বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন কর্মকর্তা ও সুশিল সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সদর ইউপি চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজু, সাবেক পৌর বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল জামায়াতের আমীর ইসমাইল হোসেন, সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম কামরুল, সচেতন নাগরিক কমিটি’র (সনাক) সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি’র (দুপ্রক) সভাপতি ও সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদ, ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, মশিউর রহমান রিপন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ আব্দুর রহিম, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক শামীম আক্তার হোসেন, সাংবাদিক মোঃ আব্দুস শুকুর, রেলওয়ে থানার এসআই আশিকুর রহমান, টুরিস্ট পুলিশের এসআই পলাশ, কালাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিছলু আহমেদ চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান