শামসুদ্দোহা
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
ইবনে ইশাহাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে গিয়ে। তিনি বলেন 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আব্দুল্লাহর সহধর্মিনী জাতির মাতা মা আমেনার উদরে পৃথিবীর মুখ উজ্জ্বল করে।
মক্কা নগরীতে। ১৮ হাজার মাখলুকাতের মাথার মুকুট হয়ে
পৃথিবীতে আগমন করে সেই ছোট্ট শিশুটি। যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পৃথিবীতে ১০৪ খানা কিতাব। তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ চারখানা কিতাব। তাওরাত, ইনজিল,যাবুর ও কোরআান মাজিদ।
তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর উপর নাযিল করা হয় কোরআন মাজিদ। যার জন্ম না হলে তামাম পৃথিবী অর্থাৎ ১৮ হাজার মাখলুকাত সৃষ্টি হতো না।
পবিত্র কুরআনে উল্লেখ করা হয়
হযরত মুহাম্মদ সঃ পৃথিবীর প্রথম এবং শেষ নবী।
সমস্ত নবুয়াত বিলুপ্ত হওয়ার পর
পৃথিবীতে আগমন করেন,
আল্লাহ তায়ালার পেয়ারা হাবিব আল্লাহ তাআলার দোস্ত।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মতান্তরে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে হযরত মুহাম্মদ সাঃ পৃথিবীতে আগমন করেন
তারি ধারাবাহিকতায়।
গাজীপুরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা। একটি রেলির মাধ্যমে পালিত করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর শুভ জন্মদিন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান