মোঃ সাকিব হোসেন
শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা কাংশা ইউনিয়নের সিমান্ত এলাকা থেকে
৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় প্রায় পৌনে এক কোটি টাকার ভারতীয় কাপড় সহ লিমন সিমসাং (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি লিমন ছোট গজনী এলাকার মৃত অনীল মারাকের ছেলে
ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বুধবার ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার পিলার ১১০০/৪-এস থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ছোটগজনী এলাকায় অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী পাচারের চেষ্টা করে পরে এক গোপন সংবাদের মাধ্যমে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনে তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ী ও একটি মিনি ট্রাকসহ লিমন কে হাতেনাতে আটক করা হয়
উদ্ধারকৃত শাড়ীর মূল্য প্রায় ৭৫ লাখ এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারত থেকে অবৈধভাবে চোরাচালানীর মাধ্যমে বস্ত্র সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায় বিজিবি
এই বিষয়ে ময়মনসিংহ ৩৯ বিজিবি সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান আটককৃত শাড়ী ও মিনি ট্রাকসহ আটক লিমন সিমসাংকে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান