শেরপুর(স্টাফ রিপোর্ট)
আজ সোমবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাব ঘটে। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।
শেরপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ পাবলিক স্কুলে আজ ১৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০:৩০ মিনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ উদযাপন উপলক্ষ্যে নবীজির জীবন,কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ আনোয়ার হাবিব কমল স্যারের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিক জনাব খুরশিদ আলম রিনু নবীজির জীবন ও দর্শন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে একক ও দলীয় নাতে রাসূল পাঠ করেন অষ্টম শ্রেনির শিক্ষার্থী সুমাইয়া, তিশা প্রমুখ। এরপর আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোঃ আক্তারুজ্জামান উজ্জ্বল, সিনিয়র শিক্ষিক মাওলানা মোঃ নিজাম উদ্দীন, এম এ আজিজ মদিনা প্রমুখ। যাদের বক্তব্যে ওঠে আসে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়। এরপর সকলকে নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।