মোঃ সাকিব হোসেন
শেরপুর উপজেলা প্রতিনিধিঃ-
শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় হলদীগ্রাম সীমান্ত থেকে ২২ নভেম্বর শুক্রবার ভোরে ভারতীয় ৭ হাজার রুপি ও একটি মটর সাইকেল সহ দুই যুবক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
আটককৃত ব্যক্তিরা হলেন নলকুড়া ইউনিয়নের হলদী গ্রামের আব্দুল্লাহ এর ছেলে মোঃ মোজাম্মেল হক (২৪) ও মৃত কাজলের ছেলে মোঃ বিল্লাহ হোসেন (২২)
বিজিবি সূত্রে জানা যায় মোজাম্মেল ও বিল্লাল অবৈধ ভাবে সীমান্ত পথে ভারত যাচ্ছিল এমন একটি গোপন সংবাদ তথ্যের মাধ্যমে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ীর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকের পর দেহ তল্লাশি করে তাদের কাছে ভারতীয় ৭ হাজার রুপি পাওয়া যায় পরে মোজাম্মেল ও বিল্লাল কে ঝিনাইগাতি থানা পুলিশে হস্তান্তর করে (বিজিবি)
ঘটনা নিশ্চিত করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন বলেন এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান