1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

শিক্ষকতা পেশায় সমাপ্তি টেনে অবসরে চলে গেলেন প্রধান শিক্ষক রবিউল আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩১ বার পঠিত

এবাদত হোসেন চঞ্চল
ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

 বিদায়বেলায় চোখের জলে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার ২৯ আগস্ট সকালে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে আবেগাপ্লুত কন্ঠে ছাত্রদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য রাখেন সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক রবিউল আলম। এসময় তিনি কান্না জড়িত কণ্ঠে ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ তার কর্মজীবনের সকল ভুল-ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এর পাশাপাশি তার শিক্ষকতা কালিন কর্মজীবনের স্মৃতিচারণসহ বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর বিদায়ী প্রধান শিক্ষক রবিউল আলমকে বিদ্যালয়ের স্কাউট দল সালাম প্রদর্শন করেন। পরিশেষে তার অবসর কালীন জীবনের মঙ্গল কামনার্থে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশীদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্রবৃন্দ।

উল্লেখ্য যে, প্রধান শিক্ষক রবিউল আলম ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় ১৯৯০ সালের ১লা জুলাই যোগদান করেন। পরবর্তীতে ২০০৯ সালের ২৫শে মার্চ প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এই বিদ্যালয়েরই এসএসসি-১৯৮০ ব্যাচের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park