শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ-
মোঃরইচ উদ্দিন
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের দু‘পাশে সরকারী জায়গা দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১১নভেম্বর)সকালে শাহজাদপুর উপজেলার তালগছি বাস স্ট্যান্ড এলাকার বগুড়া নগর বাড়ি মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের নেতৃত্ব শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম আলী ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ কাশেম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ।
এসময় স্থানীয় সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছে।
সড়ক নিরাপদ ও যানজট নিরসনে এই অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ।