যশোরের শার্শায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির (৪০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) সকাল ৯ টায় উপজেলার বাগআঁচড়া বাজারের পাশে আমিরের মোড়ে (মুড়ির মিল) এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত আলমগীর করির শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বাগআঁচড়া বাজার থেকে বাগুড়ীর নিজ বাড়িতে ফিরছিলেন। এসয়ম আমিরের মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো জ ১১-০১৫৫) নম্বরের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়দের দাবি যশোর সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে মহাসড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। তারা জানান, সড়কে গর্ত না থাকলে এ মৃত্যুর ঘটনা ঘটতো না।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি
মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮
তাং০৫।০৭।২৪