শার্শাউপজেলা প্রতিনিধি,মো সালাউদ্দিন,
: যশোরের শার্শার কায়বায় আবারো একই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১লা নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের বাগআঁচড়া-গয়ড়া রাস্তায়, দুইটি বোমা উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, আমার মনে হচ্ছে ষড়যন্ত্র মূলক ভাবে আমার এলাকায় এইভাবে বোমা রাখা হচ্ছে। এতে করে গ্রামবাসী খুবই আতঙ্কে আছে। আমি পুলিশকে বিষয়টা জানিয়েছে, এবং গ্রামবাসীকে সতর্কতা থাকার জন্য বলেছি।
বাগআঁচড়া ক্যাম্পের ইনচার্জ জানান, আমি বিষয়টি জানা মাত্রই সেখানে আমার একটি টিম পাঠিয়েছিলাম। আজও মাত্র ২০ গজ দূর থেকে দুইটা হাত বোমা উদ্ধার করেছি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে যে স্থান থেকে তিনটি বোমাটা উদ্ধার করেছিলাম, ওটার সূত্র ধরে আবারো দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। খুবই দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান