রিপোর্টেঃ শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা ভোজেশ্বর ইউনিয়ন মশুরা গ্রামে থেকে একটি শিশু বাচ্চা (ছন্দনাম মতিমালা)নামে একটি মেয়েকে অপহরণ করা হয়,(১৫ জুন শনিবার) এলাকার বাসির ঐ মেয়েটিকে খরকড়া গ্রামে কলেজ রোড়ের পাশ্বে দল ক্ষেত হতে অচেতন অবস্থায় অপহরণ কারী মহিলা( মিনার মা)নামে পরিচিত ঐ মহিলার নাম জানা যায় নাই, ঐ অপহরণ কারী মহিলার সাথে থাকা গ্যাং চক্র শিশুটির পরিবারের এর কাছে থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়,অবশেষে স্থানীয় জনগণ ও ভোজেশ্বর ফাঁড়ির পুলিশ এর সহযোগীতায়,এলাকা বাসী শিশু বাচ্চাটি (৫)বছরকে উদ্ধার করা হয় উপসী কলেজ রোড থেকে,অবশেষে শিশুটিকে ভোজেশ্বর ফাঁড়ির ইনচার্জ অফিসার নিজ দায়িত্বে শিশুটিকে তার মা বাবার কাছে পৌঁছে দেন।আর ঐ অপহরন কারী মহিলাকে তবে এইশিশু_অপহরণ_চক্রের সাথে যারা জড়িত অবিলম্বে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি,এলাকা বাসী ও বাচ্চা পরিবারবর্গ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।