চট্টগ্রাম স্টাফ রিপোর্টার
মোঃ জিহান
ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৫আগস্ট বিকেলে উপজেলা সদরে বটতলী স্টেশনে চৌধুরী প্লাজা চত্বরে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে উপজেলা যুবদলের অাহবায়ক, পদুয়া ইউপি সদস্য শব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম, এ্যাডভোকেট এহেছানুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য নুরুল আলম, মোহাম্মদ আনোয়ার।
বক্তব্য রাখেন আধুনগর ইউনিয়ন বিএনপির, সদস্য সচিব মোহাম্মদ নাছির, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল আলম, লোহাগাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইসমাঈল,আমিরাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ইসহাক,শাহ আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার আরাফাত
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুকুল রশিদ শিমুল,উপজেলা যুবদলের সাবেক সহ-সভপপতি তাজ উদ্দিন আল নাজির, যুবদল নেতা মোর্শেদ, মিনহাজ, শাহআলম, নাছির, রাশেল, রবিউল, বেলাল, হেলাল, হান্নান, শ্রমিকদল নেতা এসএস দেলোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জয়, আনিস, কৃষকদলের আহবায়ক মোহাম্মদ নুরুল হক, ছাত্রদল নেতা কায়েস উদ্দিন,মোঃ শহীদুল ইসলাম,মোঃ লতিফ, আহাদ, জাবেদ,সাইফুল ইসলাম সুজন সহ আরো অনেকে।
এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান,ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত এ দ্বিতীয় স্বাধীনতাকে বৃথা যেতে দেওয়া যাবেনা। আমাদেরকে এ দেশকে রক্ষা করতে হবে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।