এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় মহীয়সী নারী নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়া দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা,সুধী সমাবেশ, পুরষ্কার বিতরণ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান ও ক্ষুদে শিক্ষার্থীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচে গানে কিছুক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টির সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আনজুমান আরা শাপলা। শিবরাম আদর্শ পাবলিক স্কুলের ৭৮ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ প্রদান করা হয়।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা লতা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।