1. admin@dhakapost71.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা -২০২৪ এমপি প্রার্থী হিসেবে দোয়া চাইলেন ভিপি আরজু কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত মিয়ানমারে প্রতি রাতে পাচার হচ্ছে বিভিন্ন ধরনের মালামাল ইতালির রোমে সন্ধীপ প্রবাসী কল্যাণ ট্রাষ্টের নির্বাচন অনুষ্ঠিত লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলাকারী মাইদুল গ্রেফতার চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু ধ-র্ষ-ণের ঘটনায় গ্রেফতার-০২ কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলাকারী মাইদুল গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।

লালমনিরহাটে বাস মিনিবাস শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকের উপর হামলার মুল পরিকল্পনাকারী মাইদুল ইসলামকে গ্রেফতার করেছে লালমনিরহাট থানা পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে জেলা শহরের হাড়িভাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাইদুল ইসলাম শহরের হাড়িভাঙ্গা বদিয়ারটারী এলাকার অছদ্দির ছেলে।

এর আগে গত ৮ ডিসেম্বর দুপুরে লালমনিরহাটে বাস মিনিবাস, কোচ ও
এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিকরা সেখানে দায়িত্ব পালন করতে গেলে মাহফুজার ও বকুল গং এর ভাড়া করা আওয়ামীলীগের সন্ত্রাসী মাইদুল ইসলাম পুর্ব পরিকল্পিতভাবে জিন্না ও রতন সাংবাদিকের উপর হামলা চালায়। এ সময় শ্রমিকদল নেতা ওমর ফারুক বাবলু গুরুতর আহত হয়।

এঘটনায সাংবাদিক শরিফুল ইসরাম রতন বাদি হয়ে মাইদুলকে প্রধান করে চারজনের নাম উল্লেখ করে ওইদিনই লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের হাড়িভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার মুল আসামী মাইদুলকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আওয়ামী সরকার পতনের পর বিএনপি সমর্থিত লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দুটি গ্রুপের সৃষ্টি হয়। একটি পক্ষ সংগঠনের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার(২৪৯৩) বহাল রাখার দাবি এবং বহিরাগত শ্রমিক ও দ্বৈত শ্রমিক দ্বারা প্রচলিত শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিষ্ট্রেশন নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে আসছে। যার নেতৃত্ব দিচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু। অপর পক্ষ মাহফুজার ও বকুল ড্রাইভারগংরা আওয়ামী দোসরদের সাথে নিয়ে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিষ্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া চলমান রাখে। এতে করে উভয় পক্ষের মধ্যে ক্ষোভ ও সংঘাতের সৃষ্টি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park