এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পাশে অবৈধ উপায়ে গড়ে উঠা সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের পুত্র রাকিবুজ্জামান আহম্মেদের খামার বাড়ি রেলওয়ে কতৃপক্ষ বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।
সোমবার (১৮ই নভেম্বর)সকালে লালমনিরহাট রেল ওয়ে ভূ-সম্পত্তি বিভাগ তুষভান্ডার রেলওয়ে ষ্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করে,এরই অংশ হিসেবে অবৈধ ভাবে নির্মিত সমাজ কল্যান মন্ত্রী পুত্র রাকিবুজ্জামানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কতৃপক্ষ। এই উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেয় রেলওয়ে ভূ সম্পত্তি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,এসময় পুলিশ,রেল পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
জানান গেছে, ২০১৪ সালের পর সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের পুত্র রাকিবুজ্জামান আহম্মেদ বাবার ক্ষমতার অপব্যবহার করে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে ষ্টেশনের পাশে থাকা কয়েক একর জমি অবৈধভাবে দখলে নেয়, সেখানে তার ব্যক্তিগত খামার বাড়ী, বিশাল গোডাউন,পার্ক গড়ে তুলেন।অবৈধ জমি বৈধ করতে ধর্মীয় অনুভুতি কে পুঁজি করেন এবং সেখানে একটি মসজিদ নির্মান করেন,অথচ পাশেই একটি মসজিদ ঘর ছিল।অবৈধ দখল জায়েজ করতে সেখানে আওয়ামীলীগ পার্টি অফিস নির্মান করেন।রেল কতৃপক্ষ মসজিদ বাদে সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। অনুসন্ধানে জানা যায়,এসব অবৈধ স্থাপনা নির্মাণে ২০১৪ সাল হতে ২০২৪ সালের ৫ আগষ্ট প্রর্যন্ত কোটি কোটি টাকা সরকারি বরাদ্দ নেয়া হয়েছে এসব অবৈধ স্থাপনা নির্মানে।সংসদ সদস্যের বরাদ্দ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ সহ সরকারি টিআর,কাবিখার অর্থে গড়ে তোলা হয়েছে এসব অবৈধ স্থাপনা।
রেল ওয়ে বিভাগীয় ভু সম্পত্তি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান রেল ওয়ের জমিতে অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে সাবেক মন্ত্রী পুত্রের খামার বাড়ী ও গোডাউন অপসারন করা হয়েছে।