এস,আর শরিফুল ইসলাম রতন
লালমনিরহাট প্রতিনিধিঃ-
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক বহুল আলোচিত সাখোয়াত হোসেন সুমন খান তিস্তা টোল প্লাজায় পুলিশের হাতে আটক।
সোমবার(১১ই নভেম্বর)রাত ১০টা লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা হতে বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা সুমন খান গ্রেফতার হন,এসময় তার সহযোগী হিসেবে রাজু মিয়া (৫৫) কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের তিস্তা টোল প্লাজা থেকে দ্রুত লালমনিরহাট সদর থানায় নিয়ে আসে পুলিশ।
খবর পেয়ে গনমাধ্যম কর্মীরা সদর থানায় ছুটে আসে,লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল)ফজলুল হোক উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করে জানান,লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক, বহুল আলোচিত সাখোয়াত হোসেন সুমন খান কে গোপন তথ্যের ভিত্তিতে তিস্তা টোল প্লাজা হতে
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আব্দুল কাদের গ্রেফতার করেন।কুড়িগ্রাম হতে এস,এম স্লিপার কোচ বাসে সুমন খান ঢাকায় পালাচ্ছিলেন।পুলিশ জানায়,গত ০৫ আগষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী,লালবাগ,আশুলিয়া থানায় ০৩ টি হত্যা মামলা,মোহাম্মদপুর,মিরপুর,যাত্রাবাড়ী থানায় ছাত্রদের উপর হামলার ঘটনায় ০৩টি মামলা,লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে ০২টি মামলা,সিআইডি লালমনিরহাট কতৃক মানি ল্যান্ডারিং আইনে ০১ টি মামলা সহ
২০২২, ২০২৪,ও ২০১০ সালের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। অধিকতর তদন্ত করতে সুমন খানের রিমান্ড আবেদন করবে পুলিশ।ঢাকার বিভিন্ন থানায় মামলার আসামি হবার কারনে সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাকে তারবার্তা দিয়ে অবগত করবে সদর থানা পুলিশ।
উল্লেখ্য লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক সুমন খান বিগত সরকারের সময় প্রভাবশালী নেতা ছিলেন,লালমনিরহাট জেলার বাস শ্রমিক ইউনিয়ন,ট্রাক শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক ইউনিয়ন,বাফার সার গোডাউন, দুরা কুটি হাট,নবাবেরহাট একচ্ছত্র নিয়ন্ত্রন সহ তার বিরুদ্ধে চাঁদাবাজি,হুন্ডি,ভারতীয় গরু চোরাচালান,মাদক ব্যাবসা নিয়ন্ত্রনের অভিযোগ রয়েছে।সিআইডি লালমনিরহাট তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আহরন সহ মানি ল্যান্ডারিং আইনে মামলা দায়ের করেছে।
গত ০৫ আগষ্ট ক্ষমতার পটপরিবর্তনে সুমন খান পালিয়ে গেলে,কোটি টাকা ব্যায়ে নির্মিত সুমন খানের আলীশান বাড়ী বিক্ষুদ্ধ ছাত্র জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।আগুন দেবার পরে অসাবধানতা বশঃত বিক্ষুব্ধ ছাত্র জনতার ০৬ জন ছাত্র সেখানে আটকা পড়ে মৃত্যুবরন করে
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান