বিল্লাল হোসেন,
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুরে অর্থনৈতিক শুমারী ২৪ এর লিস্টিং কার্যক্রমে অনৈতিক সুবিধা না দেয়ায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠেছে সাংবাদিক নামধারি চক্রের বিরুদ্ধে। এই মিথ্যা, বানোয়াট ও আজগবি সংবাদের প্রতিবাদ জানিয়ে ওই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা ।
সোমবার সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।।
জাকির হোসেন জানান, চলতি বছরের জুলাই মাসে সারা দেশের ন্যায় রায়পুরে অর্থনৈতিক শুমারী ২৪ এর লিস্টিং কার্যক্রম শুরু হয়। এই কাজের সময় ৩৭ জন লিস্টার সরেজমিনে মানুষের বাসায় বা প্রতিষ্ঠানে না গিয়ে তারা মনগড়া ও বিভিন্ন তথ্য ট্যাবে এন্ট্রি করে। যা পরিসংখ্যান সার্ভার স্টেশান থেকে চিহ্নিত করা হয়। এঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত লিস্টারকে চলমান শুমারীর কাজ থেকে বাদ দেয়া হয়।।
বাদ পড়া কয়েকজন লিস্টারগণ অফিসে এসে অপমানজনক আচরন ও বিভিন্ন হুমকি দিয়ে তাদেরকে পুর্নবহালের চাপসৃষ্টি করেন। এছাড়াও তাদের মনোনিত আরও বেশ কয়েকজনকে তথ্য সংগ্রহকারী পদে নেয়ার জন্য বলেন। তাদের এসব অযৌক্তিক দাবিতে সম্মতি না হওয়ায় ওই কর্মকর্তার বিরুদ্ধে যৌননিপিড়নসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মোটা অংকের টাকা দাবি করেন। না দিলে তারা কয়েকটি গণমাধ্যম ব্যক্তিদের দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে চক্রটি। এবিসয়ে আইনগতভাবে ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন বলে ওই কর্মকর্তা জানান ।