1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

রামুতে নানান আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা ও কল্প জাহাজ ভাসা উৎসব পালিত হচ্ছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত

রামু প্রতিনিধিঃ মোহাম্মদ আলম

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা রামুতে বুধবার (১৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার, রামু রাজারকুল রাংকুট বৌদ্ধ বিহার, রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, শ্রীকুল মৈত্রী বিহার, এবং উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান ও অষ্টশীল পালনের পাশাপাশি সন্ধ্যায় দেশ ও বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনাও অনুষ্ঠিত হয়।

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামুর বৌদ্ধ বিহারগুলোতে এ দিন সন্ধ্যায় আকাশে উড়ানো হয় দৃষ্টিনন্দন ফানুস। অনুষ্ঠানটির দ্বিতীয় দিনের আয়োজন হিসেবে আজ (১৭ অক্টোবর) বিকেলে রামু বাঁকখালী নদীতে কল্প জাহাজ ভাসা উৎসবের আয়োজন করা হয়েছে।

কল্প জাহাজ ভাসা উৎসবের কর্মসূচি শুরু হবে দুপুর ২টায়। এতে ত্রিপিটক পাঠ, অতিথি বরণ, জাতীয় পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত, আলোচনা সভা, কৃতি সম্মাননা প্রদান, এবং সকল জীবের মঙ্গল কামনায় প্রদীপ ভাসানোর মাধ্যমে দিনটি উদযাপিত হবে। অনুষ্ঠানটির আশীর্বাদক হিসেবে থাকবেন রামু শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. ছেকাছারা মহাথেরো, আর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, র্যা ব-১৫ এর অধিনায়ক কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন এবং রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এছাড়া রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ ২০২৪ এর প্রধান সমন্বয়ক জ্যোর্তিময় বড়ুয়া রিগ্যান স্বাগত বক্তব্য রাখবেন এবং পরিষদের সভাপতি মিথুন বড়ুয়া বোথাম সভাপতিত্ব করবেন।

এই উৎসবটি রামুর বৌদ্ধপল্লীগুলোর জন্য একটি ঐতিহ্যবাহী এবং আনন্দময় অনুষ্ঠান। কল্প জাহাজ ভাসা উৎসবটি প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্যভাবে পালিত হচ্ছে, যেখানে বিপুলসংখ্যক দর্শনার্থী এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park