1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে সেতু ভেঙে আহত পথচারী

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩১ বার পঠিত

মোঃ মাসুদ রানা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালীতে সেতু ভেঙে আহত পথচারী
রাঙ্গাবালীতে ভেঙে পড়া সেতু।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সেতু ভেঙে খালে পড়ে সুজন হাওলাদার নামের এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আমলাভাঙ্গা খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই যুবক উনিশ নম্বর (রাঙ্গাবালী) গ্রামের সালাম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ১৮ থেকে ২০ বছর আগে আমলাভাঙ্গা খালের ওপর এই সেতুটি নির্মাণ করা হয়।

খালের পশ্চিম পাড়ে কাছিয়াবুনিয়া এবং পূর্ব পাড়ে রাঙ্গাবালী গ্রাম ফলে প্রতিদিন সেতুটি দিয়ে কয়েকশত মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতো। দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো সেতুটি। এমনকি সেতুটির মাঝখানে ঢালাই সরে গিয়ে রড বের হয়েছিলো। ঝুঁকি থাকা সত্ত্বেও কারো নজরে আসেনি।

শুক্রবার সকালে সেতুটি ভেঙে গিয়ে একজন আহত হন।

আহত যুবকের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার সকালের মহিষ নিয়ে খালপাড় হচ্ছিল সুজন। এ সময় মহিষের একটি বাচ্চা সেতুর ওপর উঠে গেলে মহিষটাকে নামাতে সেতুতে সুজনও উঠে। তবে, মহিষ দ্রুত নেমে পড়লেও সুজন মাঝামাঝি থাকা অবস্থায় সেতটিু ভেঙে পড়ে।
এ সময় তার মাথায় আঘাত লাগে। হাত ও পিঠে মারাত্মক জখম হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘এটি একটি পুরাতন ব্রীজ ছিল। অনেক আগে ইউনিয়ন পরিষদ থেকে করা হয়েছিল।

ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড সাঁটানো জন্য তালিকাও করেছি। এর মধ্যেই দুর্ঘটনা ঘটে গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।’

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাইদুজ্জামান মামুন বলেন, ‘দীর্ঘদিন ধরে সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো। ইতোমধ্যে এলজিইডিকে অবহিত করা হয়েছে। ওখানে নতুন একটা সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park