কুমিল্লা প্রতিনিধি মোঃ অলিউল্লাহ,
মুরাদনগর উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশান কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সারা মুরাদনগর উপজেলা দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।উক্ত পরীক্ষার সার্বিক তত্বাবধানে ড.মনিরুজ্জামান মনির স্যার, বিগত সরকারের আমলে প্রাইমারি লেভেলে কোন পরীক্ষা ছিলনা। সেই সময়ে তিনি ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে অ মনোযোগী ছাত্র ছাত্রীদের কে এ উদ্যাগের মাধ্যামে পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্য বৃত্তি পরীক্ষার আয়োজন করেন, আর গার্ডিয়ান এটাকে লোফে নিয়ছেন, তিনি তাঁর জায়গা থেকে সফল। তা ছাড়াপরীক্ষা পদ্ধতি এম সি কিউ, বিষয় বাংলা, গনিত, ইংরেজি কেন্দ্রের পরিবেশ আমাদের জাতীয় পরীক্ষায় যে সকল ব্যাবস্থা গ্রহণ করা হয় সেই ভাবে করার সব চেষ্টা করেছেন।নোমান কলেজের প্রিন্সিপাল কেন্দ্রটি পরির্দশন করে সন্তুুষ্টি প্রকাশ করে বলেন পরিবেশ ভালো, দুইজন,কেন্দ্র সচিব দ্বারা তদারকির ব্যবস্থা করেন, প্রত্যাক স্কুল থেকে শিক্ষক নিয়ে পরীক্ষায়গার্ড দেয়ার ব্যবস্থা করেন। , কাজী নোমান আহাম্মেদ ডিগ্রী কলেজে এবং অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এ দুটি কেন্দ্রে প্রায় এক হাজার শিক্ষার্থী ছিলো, যে সকল স্কুল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, ইকরা এম আই স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল, বাইরা শিশু বিদ্যানিকেতন, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ,মহেশপুর আইডিয়াল কিন্ডারগার্টেন, ভবানীপুর ডায়মন্ড কিন্ডারগার্টেন, হিলফুল ফুজুল, জাড্ডা প্রভাতী কিন্ডারগার্টেন, তাকওয়া স্কুল, খন্দকার একাডেমী, কনফিডেন্স কিন্ডার গার্ডেন,হাজী ইসলাম ভূইয়া একাডেমী, সানরাইজ মডেল স্কুল, হারপাকনা ব্রাইট কিন্ডারগার্টেন, উদয়ন বিদ্যানিকেতন, মুন মডেল একা