ডেস্ক রিপোর্টঃ-
মুরাদনগর কাছারিকান্দি গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মো এলাহি মিয়ার মৎস্য প্রজেক্টে অজ্ঞাত পরিচয় কিছু লোক রাতে আধারে পুকুরে বিষ প্রয়োগে করে চলে যায়। এতে করে মৎস্য খামারীর এলাহি মিয়ার ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, পর্ব শত্রুতার জেরে ধরে অজ্ঞাত কিছু লোক গত ১৯/১১/২৪, মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে প্রজেক্ট বিষ প্রয়োগে করে যার ফলে প্রজেক্টে চাষ করা ছোট, বড় সব মাছ একত্রে মারা যায়।
এলাকাবাসী কাছে জানতে চাওয়া হলে তারা জানায় মৎস্য খামারী এলাহি মিয়া দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে আসছেন সুনামের সাথে। এলাহি মিয়ার এলাকার বিভিন্ন পুকুর ও প্রজেক্ট স্থানীয় লোকদের কাছ থেকে বাৎসরিক লিজ নিয়ে মাছ চাষ করেন। এতে কিছু লোক এলাহি মিয়ার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যার ফলে গতকাল ১৯/১১/২৪ মঙ্গলবার রাত ১০ টায় এই গঠন ঘটেছে মনে করেন এলাবাসি।
মৎস্য খামারী এলাহি মিয়া বলেন আমি আমার জানামতে কারো কোনো ক্ষতি হোক এমন কোন কাজ করিনাই। কিন্তু আমার ব্যবসার সফলতা দেখে এলাকার কিছু দুষ্কৃতকারা আমার পিছনে লেগে ক্ষতি করার জন্য আমার পুকুরে ও প্রজেক্ট এ কীটনাশক বিষ প্রয়োগ করে আমার ৫ লক্ষ টাকা ছোট, বড়, মাছ মেরে ক্ষতি করেছে। আমি এর বিচার চাই। আমি গত ২০/১১/২৪ বুধবার মুরাদনগর থানা বাদী হয়ে অজ্ঞতা নামঅনুসারে মামলায় অভিযোগ দায়ের করি। আমি মো এলাহি মিয়া মুরাদনগর পানিসম্পদ অফিসার ও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ দুষ্কৃতকারীদের গ্রেফতার ও আইন আওতায় এনে বিচার এর দাবি জানাচ্ছি।
এই বিষয়ে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, পুকুর ও প্রজেক্ট এর বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে আমরা অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।