1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

মোঃ রেজাউল হক রহমত:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের আউটার মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম গিয়াস উদ্দিন আহমেদ স্মৃতি ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে (২৫-১১-২৩ নবীনগর ক্রিকেট একাডেমি বনাম জল্লী-বাড্ডা ক্রিকেট ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলাই জল্লি -বাড্ডা ক্রিকেট ক্লাব ৪৪রানে জয়ী হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ গৌরব অর্জন করেন জল্লি বাড্ডা ক্লাবের আকরাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনের আয়োজনে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ খাইরুল আমিনের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দীন, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুসা, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, তদন্ত কর্মকর্তা সজল কান্তি দাস, রুপালী ব্যাংক নবীনগর শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আজহার হোসেন জামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন শিপন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, নিউ পাকশী ফেব্রিক্স এন্ড ফ্যাশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী হোসেন টুটুল, নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল হক রহমত, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক সঞ্জয় শীল, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন শিরন, নাজমুল হাসান জেমস, ইঞ্জিঃ হিমেল পিয়াস রনি, উৎপল সরকার সহ অন্যান্যরা।
বশির আহমেদ সবুজের পরিচালনায় আজকের খেলায় অ্যাম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন বাবু ও সোহাগ আহমেদ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জাকির হোসেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park