হামিদুল হক মার্সাল
নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বাজার গর্জনিয়া বাজার মিয়ানমারের খুব কাছাকাছি। চোরা কারবারিদের জন্য এই বাজার পছন্দের। চোরাকারবারী দিনের বেলা বিভিন্ন দোকান থেকে তৈল কেরোসিন কাপড় তরকারি মজুদ করে রাখে।রাতের বেলা মোটরসাইকেল, টমটম, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে মিয়ানমার পাচার করে। রাত যেন চোরা কারবারির মিলনমেলা। দেখার কেউ নেই। প্রশাসন গভীর ঘুমে।এলাকার সচেতন মহল অভিযোগ করেন এভাবে চলতে থাকে বাংলাদেশ খাধের কিনারায় চলে যাবে। এই মুহূর্তে প্রতি রোদ করা হউক।