নিজস্ব প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আকসির নগর এর প্রভাবশালী কর্তৃপক্ষের করা একটি মিথ্যা মামলায় পাঁচজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় থানায় এসে মানববন্ধন করে স্বজন ও এলাকাবাসী। আটককৃতদের যখন আদালতে প্রেরণ করা হয় তখন স্বজনদের কান্না ও আহাজারিতে থানা এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
শুক্রবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। গত ১৫ অক্টোবর মো: আমিনুল ইসলাম নামে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বাদী হয়ে ধামরাই থানায় চাদাবাজি ও তাদের অফিস ভাংচুরের অভিযোগে মামলাটি করেন।
গ্রেপ্তাররা হলেন:- মো:আরমান (৫৫), সজিব (২৮), মনসুর (৪৮), আফসান আলী (৪৬), মরন রায় (৫৫)। তারা সবাই ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার বাসিন্দা।
মাখুলিয়া কৃষকরা বলেন, আকসির নগরের তৌহিদ আমাদের কৃষকদের জমি জোরপূর্বক ভরাট করে দখল নিয়েছে। আমরা এর প্রতিবাদ করি বলে আমাদের মিথ্যা মামলা দেয়। এ পর্যন্ত আমাদের ৪৫ টা মামলার আসামী করা হয়েছে। যাদের নামে মামলা হয়েছে তারা সবাই কৃষক। আমরা আমাদের জমি ফেরত চাই নাহলে আমরা চাষবাদ করবো কোথায়?
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো:ইব্রাহিম পাটোয়ারী বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।