মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:
মোছাম্মদ: জোনাকি বেগম, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল -৩ , হবিগঞ্জ।০১, পূর্বের স্বামী মোঃ হাবিব , ০২, হালিমা বেগম, পূর্বের স্বামীর মাতা, ০৩, মোঃ গিয়াস উদ্দিন, পূর্বের স্বামীর বোন জামাই। জোনাকি বেগম তিনজনকে দায়ী করে একটা মিথ্যা মামলা করা হয় ১০/০৭/২০২৪ ইং তারিখে।
দরখাস্তকারী মোছাঃ জোনাকি বেগম এর পূর্বের স্বামী মোঃ হাবিব বলেন আমি ঘটনার দিন মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিলাম না , আমি চিকিৎসার জন্য ওই সময় ঢাকা অবস্থান করি । আমি ঢাকা আসি ০৭/০৭/২০২৪ ইং তারিখে , আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমার বৃদ্ধ মায়ের কথা উল্লেখ করা হয়েছে সহজ সরল ৫৮ বয়সের একজন মহিলা কিভাবে শহরে এসে আক্রমণ করবে এতে প্রমাণ হলো মিথ্যা এবং বানোয়াট মামলাটি।
মোছাঃ জোনাকি বেগম এর সাথে আমার ইসলামী শরাশরীয়তের বিধান মোতাবেক বিবাহ হয় ২০/১২/২০২১ ইং তারিখে। বিবাহর কিছুদিন পর থেকেই আমার সাথে প্রায় সময় গায়ে পড়ে ঝগড়া করতে থাকে, এভাবেই সংসার জীবন চলে আসছিল , আমার সম্পদের প্রতি তার লুভ চলে আসে আমি অনুভব করতে পারলাম দীর্ঘদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন ১৮/০৯/২০২৩ ইং তারিখে আমার স্ত্রী ও তার মা এবং অন্যান্য সদস্যরা আমাকে অচেতন ঔষধ শরবত এর সাথে পান করাইয়া অজ্ঞান করে। আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে ।আমার লিঙ্গ অর্থাৎ পুরুষঙ্গ ধারালো ছুরি দিয়ে দ্বিখন্ডিত করে ফেলে। আমি দীর্ঘদিন যাবত ঢাকা হাসপাতালে ভর্তি থাকিয়া চিকিৎসা গ্রহণ করি। আমার পিতা বাদী হইয়া আমার স্ত্রী তাহার পরিবারের লোকজনের নামে একটা মামলা করা হয় মাধবপুর থানা। ধরা -৩২৬/৩২৮/৩০৭/৩৪। মূলত আমার মামলা দামা ছাপা দেওয়ার জন্য সে আমার নামে মিথ্যা মামলা দায়ের করেছে মামলাটি বানোয়াট ও ভিত্তিহীন।