বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ১৮ নভেম্বর, ২০২৪ খ্রিঃ, রাত ০১.৩০ ঘটিকায় শ্রীমঙ্গল থানার এসআই(নিরস্ত্র)/শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্স সহ সেনাবাহিনীর সহিত যৌথ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত আরামবাগ সাকিনস্থ মাদক সম্রাট সাগর রবিদাসের বসত ঘর হইতে মাদক কারবারী ১. স্বপন রবিদাস (২৭) পিতা-মৃত দশরত রবিদাস, ২. ময়না রবিদাস (৬০), স্বামী-মৃত দশরত রবিদাস, ৩. মমতা রানী দাস (২৪), পিতা-মৃত দশরত রবিদাস, সর্ব সাং-আরামবাগ আ/এ, থানা- শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন এবং ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য ৫০০/-(পাঁচশত) টাকা ও গাঁজা বিক্রয়ের নগদ ৩৫,৯৬১/-(পঁয়ত্রিশ হাজার নয়শত একষট্টি) টাকা উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।