গত ১৮/১১/২৩ তারিখে মাগুরায় সাংবাদিক ভাইয়েদের সাথে হয়ে গেলো,এক সুন্দর দিনব্যপী কর্মশালা।
অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিলো মাগুরার মডেল মসজিদ হলরুমে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন,মোঃ আবু নাসের বেগ,
জেলা প্রশাসক, মাগুরা।
প্রায় শতাধিক সাংবাদিকদের মাঝে, একটি তথ্য
অথবা বার্তাকে সকল দর্শকদের মধ্যে সহজ ও স্মার্টভাবে উপস্থাপন করার প্রশিক্ষণই ছিলো এই অনুষ্ঠানের মূল ভিত্তি। অনুষ্ঠানটিতে সাংবাদিক ভাইয়েদের ছোট- খাটো ট্রেনিং করিয়ে সার্টিফিকেটও প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটির আয়োজনে ছিলো, মাগুরা জার্নালিষ্ট নেটওয়ার্ক( এম জে এন )।