(মহেশখালী প্রতিনিধি)
*********************
হোয়ানক হেতালিয়ার লবন মাঠের জায়গা অর্থাৎ চেয়ারম্যান মির কাশিম চৌধুরী গংয়ের লবন মাঠ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে চিহ্নিত সন্ত্রাসীরা।
জামাল, নেজাম ও জমির সহ অসংখ্য চাষা গুলিবিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধ জামাল, নেজাম ও জমিরের অবস্হা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। বর্তমানে তারা মৃত্যুর সাথে পান্জা নড়ছে।
দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে-ফেরদৌস, এনামুল করিম, ফিরোজ ওয়াহিদ শামীম, ইসমাঈল, সেলিম, শাহাজাহান, নুর হাশেম, আনছার, রবিউল আলম, নজরুল ইসলাম, রশিদ, নছরুল্লাহ ও মোহাম্মদ কবির গং। ভোক্তভোগী মহল জানান, উপরোক্ত সন্ত্রাসীরা বর্তমানে ও প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে যে কোন মুহুর্তে অপ্রতিকর ঘটনা ঘটাতে পারে।