মহেশখালী প্রতিনিধিঃ-
১৮/১১/২৪ গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে
১/এসটি-৬৬/০৮(অস্ত্র মামলার) ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী-মোঃ বেলাল উদ্দিন (৪২),পিতা-চান মিয়া,সাং-নেনাছড়ি
২/পারি-১৪৫/২১(নারী নির্যাতন) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী-নুরুল আবছার জিকু(৩২),পিতা-শফিউল আলম,সাং-পাহাড়তলি,
৩/সিআর-৬৪/২২(প্রতারণা) মামলার সাজাপ্রাপ্ত আসামী -নুরুল আজিম(৪৮),পিতা-মৃত আবুল বাশার,সাং-ছোট রাখাইন পাড়া,
৪/পারি-৭৭/২২(ডাবল সাজা)মামলার সাজাপ্রাপ্ত আসামী-সাইফুল ইসলাম(৩২),পিতা-আমির হোসেন,সাং-উঃ নলবিলা,
৫/সিআর-৮০৩/২১(প্রতারণা) মামলার সাজাপ্রাপ্ত আসামী-নাছির উদ্দিন(৪৮),পিতা-মৃত আবু তালেব,সাং-শিকদার পাড়া সহ সর্বমোট- ৬ জন আসামীদের গ্রেফতার করা হয়,,
আজ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে